Facebook Badge

Sunday, September 27, 2009

tras by SDG

ত্রাস

ঘুচে যাক সকল ত্রাস
মুছে যাক সন্ত্রাস।।

মিলন হোক ভাইয়ে ভাইয়ে
সেজে ওঠো বিশ্ব-সৌভ্রাতৃত্বে।।

রক্ষা পাক মূল্য-বোধ , কাটুক হিংসার রাত্রি
হতে চাই আমি আজ শান্তির পথযাত্রী।।

চাই না আমি কারও দীর্ঘশ্বাস
'মানব '-তার প্রতি থাক মানবের বিশ্বাস।।



No comments:

Post a Comment