হে , মহামূর্খ
তুমি আকাশের বুকে দাঁড়াতে পেরেছ বলে ,
আবার ঝরাবে রক্তবৃষ্টি , মেঘের আড়ালে থেকে?
তুমি এতযুগ ধরে শান্ত করেছ জনতার
কলরব,
তাই তো তোমায় শান্ত বলে বিশ্বদরবার,
উপহারে দেয় শব।
ওহে শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট খুনি
তোমায় একটি কথাই বলার বারে বারে
অমর রবে তুমি,
মৃত বিশ্বের ধিক্কারে ধিক্কারে!
baah baah............jiyo
ReplyDeletekabiguru sdg
ekta parallelism e khotka lagche
ReplyDeleteje purusher akashe daranor odhotto ache take santa sishta keno bhabbe bisha darbar
ami jantam keu ekta dhorte parbey...
ReplyDeleteei khotkatai theme.........
just think ........