Facebook Badge

Monday, August 16, 2010

LAGGED

(dedicated to an anonymous sexagenarian)

পেরিয়ে গেছে বছর ষাটেক,-

প্রাণের খোঁজ়ে ন্যুব্জ বৃদ্ধা,

রক্তমাখা লাঠি ধরে,

আজও ঘুরে ফিরে মরে অশেষ পুঁজির ভিড়ে।

সুযোগ পেলেই চেঁচায় উঁকি মেরে—

মুক্ত সমীরণে

বাঁচতে দেবে না মোরে?

এতকাল তো ঘুরছ মোরে বয়ে

ওড়াতে পারোনি আজও।

দেখো তো পকেটে

কালো হাতটা ঢুকিয়ে

ছুঁতে পা্রো না কি মোরে?

লুকিয়ে আছি আমি আমার ভিতরে।

পাল্টাওনি তুমি

তবে

বদলে দিয়েছ মোরে;

শিখতে হবে আবার নতুন করে

উড়তে চাইলে নতুন কোনো ভোরে।

বৃদ্ধা এখন কাকতি-মিনতি করে,-

পতাকা ওড়াবে সেও

একটা যদি কিনে দেয় কেউ ওঁকে।

দিবস-রজনী ক্রন্দিত স্বরে বলে-

পতাকা হাতে যাব বৃ্দ্ধাশ্রম

চাই না তোমার ধনী পকেটের

হতদরিদ্র অতল অন্ধকোণ।।

---sdg

2 comments:

  1. next poem try to bring out the need for corruption
    As it is you are growing from strength to strength

    ReplyDelete