Facebook Badge

Sunday, September 19, 2010

MODERN POETRY

এক কামরার ছাদভাঙ্গা দুরন্ত প্রেম

“নীল-সাদা মন ধ’রে , সারা গায়ে তারা মেখে , ছুটছে , -

এক কামরার ছাদভাঙ্গা দুরন্ত প্রেম।

একঘেয়ে যত মুখের ভিড়ে জ্বলছে-নিভছে ও ,

কত সোম এলো , কত শনি গেল ,

তবে এই দৃশ্য প্রথম।

জানলা , তোর বন্ধ থাকাই ভালো

নীল-লাল মন ধ’রে , কার যেন তাড়া খেয়ে , আরো জোরে লাগিয়েছে ছুট্ , -

এক কামরার ছাদভাঙ্গা দুরন্ত প্রেম।

চোখের পাতা , তোর হাত ছেড়ে ও কোথায় গেল?......

.....এর মধ্যে নামল না কি আবার !!......উফ্...!

না না .........ওই তো , এখনও জ্বলছে-নিভছে , তবে , রঙ মেখে , ঘোমটা টেনে ,

যাঃ , আবার কোথায় গেল ? ...ওকে নিয়ে আর পারি না , সত্যি!

এরই মধ্যে হঠাৎ----ভাঙ্গা ছাদে দেখা দিল হাসিখুশি ধ্রুবতারা

হাত বাড়াবো ? মরীচিকা নয় তো ? কে জানে ?...

রামধনু মন ধ’রে , ধ্রুবতারা কাঁধে ক’রে , ছুট্ দিল ফের ,-

এক কামরার ছাদভাঙ্গা দুরন্ত প্রেম।”-

আজ এতদিন পরেও, প্রশ্নঝড়ে পাগল করছে আমায় ধ্রুবতারা ....

তাই , কবিতাটা ও-কে বলা।


(this is a follow-up for a story my maternal uncle has penned)

2 comments:

  1. kamra spelling bhula ache
    ar gaye tara mekhe mane star hole setar spelling o bhul ache
    egulo khubi sukho bhul
    baki kabitata khub bhalo munsianai lekha

    ReplyDelete
  2. corrected...thanks for pointing 'em out..

    ReplyDelete