Facebook Badge

Wednesday, September 8, 2010

dedicated by SDG to Kabi Sukanta

ছিঃ মূল্য

মোর বাড়ি থেকে পালিয়ে গিয়ে আজ,

করলি কেন ঘৃণ্য এ কাজ?

রাখলিনে মোর আর কোনো লাজ!

বড় হবি বলে অর্থের পিছু নিলি!

তোকে ধরতেই কাগজের পিছে সব কাজ ফেলে ছুটি,

আর কত দৌড়াবি ? তুই , আর কত বড় হবি?

এবার , করবি আমায় ছবি? তবেই কি তুই শান্তি পাবি?

তুই পালালি বলেই

স্কেল হাতে নিল সবাই ,-

মার্ক্সের থেকে ফিরিয়ে মুখ,

মেঁপেই পেল সকল স্বর্গসুখ

বিস্মৃত হল ছুঁতে গিয়ে রবি-

সবাই মোরা একই কাব্যের কবি।

তুই ঝামেলা লাগিয়ে হাসিস !

খবরে বলছে তুইই নেমেসিস!

হায় রে মূঢ়, লুকিয়ে আছিস লম্বা বাড়ির ছাতে,

হয়েছে অনেক লুকোচুরি মোর সাথে,

আয় নেমে আয় , বাঁচতে চাইলে সবার সাথে,-

নইলে মূল্য , মর পচে একা অশেষ শীতল রাতে

2 comments:

  1. Actually I have realized through my experience that this is only one side of the picture. Sometimes the virtue of morality stands as an insurmountable pinnacle obstructing free flow of thought. The ultimate goal is the attainment of the moral end even by an indecent immoral unethical path.

    ReplyDelete
  2. that's true....if u stand at a fixed point....you will only get the front view and miss the side and top views .. hence u can't draw an isometric view....we often do that.....

    ReplyDelete