১
আজও কোনো কালোঘরে প্রদীপের খুদে শিখা,
টিউবের চেয়ে দেয় ঢের বেশী আলো।
সবুজের চেনা হাওয়া
কালো দূষণের মত,
করত না ধাওয়া মোর
স্বপ্নকে অবিরত।
৩
পকেটে পকেটে মহান আত্মার শেষ নিঃশ্বাস ত্যাগ,
ফেললাম ধুয়ে জামায় লাগা চে-এর প্রতিবাদ।
৪
যুদ্ধ-শান্তি যা খুশি দাও , নেই আজ কোনো ভ্রূক্ষেপ,
আমার উঠোনে মিলে মিশে খেলে কিছু আশা কিছু আক্ষেপ।
No comments:
Post a Comment