Facebook Badge

Saturday, November 13, 2010

sotyo ghotona obolomboney

বেসুরো গলায় কিছু গান আওড়াচ্ছিলাম ,

হঠাৎ মাথা থেকে সুর-তাল-লয় উড়ে গিয়ে পড়ল

সামনের জানালায় বসে থাকা টুনিদের গায়ে,

সুরসুরি দিতে লাগল ওদের,

দেখলাম ওরা আমার গানের সাথে ফুট ট্যাপিং শুরু করেছে ,

মাঝে মাঝে আবার হেড-ব্যাঙ্গিং

আমার জীবনের প্রথম স্টেজশো , অনুভূতিটাই আলাদা।

বেশ জমে উঠেছিল আসর,

একটার পর একটা গানের অনুরোধ আসতে শুরু করেছিল,

সুযোগ বুঝে কে যেন ঘরে ঢুকে ওদের থামিয়ে দিয়ে চলে গেল

ঘর থেকে বেড়িয়ে দেখলাম একটা লোক দৌড়ে পালাচ্ছে

বুঝলাম ওটা সময় ,

ও ছাড়া আমার সাথে আর কে ইয়ার্কি মারবে।

No comments:

Post a Comment