Facebook Badge

Tuesday, March 1, 2011

নৈবেদ্য

তোমার সহজ পাঠেই শুরু

তোমার সাথে পাড়ি,

তোমার কথার স্পর্শে মোদের-

অনুভূতির আজ গগনচুম্বী বাড়ি।


তোমার গানে এপার ওপার -

সুরস্পন্দন হৃদয়ে সবার,

বাঁধ ভাঙা শত প্রখর স্রোতেও

সোনার তরী করছে দ্যাখো

হাসতে হাসতে প্রেম পারাপার।


তোমার লেখার ঝর্ণাধারায়

হচ্ছে স্নাত নবীন প্রবীণ,

ভাঙ্গছে চাবি সহজ কঠিন

সাদা কালো পট হচ্ছে রঙ্গীন।


ক্রোধ প্রতিশোধ উপহার পেয়ে

সবাই যখন সর্বহারা,

তোমার চরণে বারবার ফিরে

তোমার সাথেই বিশ্ব ঘুরে

তোমার কাব্যে

নতুন করে কণ্ঠ ভরা


তোমার সহজ পাঠেই শুরু

তোমার সাথে পাড়ি,

তোমার কথার স্পর্শে মোদের-

অনুভূতির আজ গগনচুম্বী বাড়ি।

No comments:

Post a Comment