Facebook Badge

Saturday, November 3, 2012

মােঝ মােঝ ভািব -
ভাবেবা না েবশী আর ,
েযেকােনা িকছুু িনেয় ;
তারপর ভািব -
ভাবেত েতা েকউ
বেস না আলাদা কের ,
ভাবনা আেস , এেস যায় -
যতই েঠেলা দূের ;
েভেব েদখলাম -
ভাবনা িনেয় ভাবেত বসাই ভুল
থুিড়
ভাবনা িনেয় ভাবনা আসা ভুল ।

No comments:

Post a Comment