শীতজানলা ,
রোদ পোহাব ,-
নিয়মভঙ্গ করো ।
রোদ পোহাব ,-
নিয়মভঙ্গ করো ।
পর্দানসীন – অস্তগামী ,
ঘোমটা খুলে বোঝো ।
শীতজানলা ,
সকাল সকাল
স্নান খাওয়া সেরে ফেলা ।
শীতজানলা ,
আলো হাওয়া নিয়ে
রান্নাবাটি খেলা।
শীতজানলা ,
খাট সরিয়ে
একদম কাছে আসা ।
শীতজানলা ,
গা এলিয়ে
ঘোমটা খুলে বোঝো ।
শীতজানলা ,
সকাল সকাল
স্নান খাওয়া সেরে ফেলা ।
শীতজানলা ,
আলো হাওয়া নিয়ে
রান্নাবাটি খেলা।
শীতজানলা ,
খাট সরিয়ে
একদম কাছে আসা ।
শীতজানলা ,
গা এলিয়ে
উষ্ণ খেয়ায় ভাসা।
শীতজানলা ,
সুনীল চোখে
সুনীল চোখে
গড়াতে দেখা দুপুর।
শীতজানলা ,
বিকেল বাড়লে
আলো হারানো পুকুর ।
শীতজানলা ,
ঠান্ডা সন্ধ্যে ,
শীতজানলা ,
বিকেল বাড়লে
আলো হারানো পুকুর ।
শীতজানলা ,
ঠান্ডা সন্ধ্যে ,
নিয়ন পোকা বুকে ।
শীতজানলা ,
মাফ্লার পড়ো ,
পর্দা চাপো মুখে ।
শীতজানলা ,
মাফ্লার পড়ো ,
পর্দা চাপো মুখে ।
শীতজানলা ,
খেয়াল করো ,
জাগছে দ্যাখো ওরা ,
রোদ পোহাবে আবার ;
আবার ক’রে ,
তুমিও কিন্তু
নিয়মভঙ্গ কোরো ।
খেয়াল করো ,
জাগছে দ্যাখো ওরা ,
রোদ পোহাবে আবার ;
আবার ক’রে ,
তুমিও কিন্তু
নিয়মভঙ্গ কোরো ।
No comments:
Post a Comment