হতাশার কালো মেঘে
যন্ত্রের ঘড়ঘড় শব্দে সেজে
এল এক নতুন শতাব্দী।
নতুন আলোয় নতুন সাজ সাজিয়ে
এত হাকড়াকের মধ্যে
যাকে আহ্বান করা হচ্ছে
কেমন তার রূপ
computer,mobile
কলকারখানার কালো ধোয়া
নূতন flat বাড়ী আর আকাশচুম্বি অট্টালিকা
কৃত্রিম আবরণ বহন করে সে এল।
সবুজ ধ্বংস করে রক্তশিক্তপদে
রোগগ্রস্থ জীবদের সঙ্গে নিয়ে
ক্লান্ত শরীরে তপ্ত দেহে
দুলতে দুলতে সে এল
এল নূতন এক সভ্যতা।
সেই আত্মভোলা শতাব্দীটি নিয়ে এল
clone,internet আরও কত কিছু
কিন্তু চুরি করল সারল্য , আত্মবিশ্বাস , প্রেম ভালোবাসা
আর নিয়ে এল ভবিষ্যত অযাচিত।
যখনই একবিংশ শতাব্দীর উন্নতির কথা ভাবি
তখন হারিয়ে যাওয়া শতাব্দীর
হারানো সেই কথাগুলি
চোখে ভেসে ওঠে মরীচিকার মত।
No comments:
Post a Comment