Facebook Badge

Sunday, September 20, 2009

CANVAS by Riya Nag

জীবনের ক্যানভাসে অনেক ছবি আকা আছে
তারা অনেকে একদিন বন্ধু ছিল
কেউ শত্রু কেউ বা ক্ষণিকের বন্ধু
কাউকে একদিন ভালোবেসেছিলেম
আবার কাউকে করেছিলেম ঘৃণা।।
কেউ ছেড়ে চলে গেছে
কেউ বা এসেছে কাছে
আজ অনেকদিন অতিবাহিত হওয়ার পর
মনের ক্যানভাসে কিছু মুখ ভেসে ওঠে
আজও চোখের সামনে ঘোরাফেরা করে
নতুন কিছু ছবি
যারা হারিয়ে যায়
কিন্তু আমার ক্যানভাসের উপর
ষ্মৃতি ছড়িয়ে যায়।।
কিন্তু মনের মধ্যে কিছু একে যায় না।

1 comment: