জীবনের ক্যানভাসে অনেক ছবি আকা আছে
তারা অনেকে একদিন বন্ধু ছিল
কেউ শত্রু কেউ বা ক্ষণিকের বন্ধু
কাউকে একদিন ভালোবেসেছিলেম
আবার কাউকে করেছিলেম ঘৃণা।।
কেউ ছেড়ে চলে গেছে
কেউ বা এসেছে কাছে
আজ অনেকদিন অতিবাহিত হওয়ার পর
মনের ক্যানভাসে কিছু মুখ ভেসে ওঠে
আজও চোখের সামনে ঘোরাফেরা করে
নতুন কিছু ছবি
যারা হারিয়ে যায়
কিন্তু আমার ক্যানভাসের উপর
ষ্মৃতি ছড়িয়ে যায়।।
কিন্তু মনের মধ্যে কিছু একে যায় না।।
hi sanu
ReplyDeletewho is riya nag?