Facebook Badge

Friday, May 21, 2010

আজও...

আজও পাখিরা ডাকে আমায়

স্বাধীনতার এত্ত বছর পর!!!

আজ আকাশ দেখায় সূর্যোদয়

এতবার সুর্যাস্তের পর!!!

আজও পৃথিবী সবুজ থাকতে চায়

সবুজ রঙ ধুয়ে যাওয়ার পর!!!
আজও হাওয়া ঠান্ডা করতে চায়

উষ্ণতা হারিয়ে যাওয়ার পর!!!

আজও বান ভাসিয়ে দিতে চায়

সকল বাঁধ ভেঙ্গে যাওয়ার পর!!!

আজও গিরগিটি রঙ পাল্টাতে চায়

এতশত রঙ বদলের পর!!!

আজও মানুষ প্রাণ খুলে চায় হাসতে

প্রাণ হারিয়ে যন্ত্র হওয়ার পর!!!

আজও বাউল গান গাইতে চায়

একতারাটা হারিয়ে যাওয়ার পর!!!

আজও ওরা লোক মারতে চায়

অগণিত লোক মারার পর!!!

আজও গাছ দিতে চায় ফল

আপনজনদের হারিয়ে ফেলার পর!!!

আজও ঝড় এসে পাল্টাতে চায় ভূগোল

এত ইতিহাস তৈরি করার পর!!!


আজও ন্যায় দেয় বেঁচে থাকার শারা

ওর প্রতি এত অন্যায় হওয়ার পর!!!

আজও সুখ বলে আমি অবিনশ্বর

মানুষের এত অসুখ হওয়ার পর!!!

আজও প্রতিবাদে সরব হয় বিশ্ব

এত প্রতিবাদী শহিদ হওয়ার পর!!!

আজও যুধিষ্ঠির সত্যি কথা বলে

সকল সত্য মিথ্যে হওয়ার পর!!!

আজও উড়ে যায় সাদা পায়রা গগনে

সকল শান্তি শান্ত হওয়ার পর!!!

আজও জানালা খুললে আসে আলো

সকল আলো নিভে যাওয়ার পর!!!

আজও মানুষ ভালোবাসতে চায়

ভালোবাসা ফুরিয়ে আসার পর!!!

আজও কবিরা কবিতা লিখতে চায়

সকল ছন্দ হারিয়ে ফেলার পর!!!

---সায়ন্তন দাশগুপ্ত

No comments:

Post a Comment