আমি জন্মালে মারো আমাকে তুমি
আমি না জন্মালে জন্মাবে না তুমি।
পেয়েও হারিয়েছ যাকে
আর যে পাবে না তাকে।
সেদিন আমি হাসব কিন্তু থাকব না
সেদিন তুমি থাকবে কিন্তু হাসবে ।
স্তব্ধ হবে সকল জন্ম
বুঝবে সেদিন আমার মর্ম।
যাকে ভেবেছিলে তুমি বোঝা
আজ সে ছাড়া তোমার বাঁচা সোজা?
তুমি কেটে ফেললে গাছ
চাও সুন্দর ফল আজ?
তুমি নষ্ট করলে ক্ষেত
এখন চাষ না হলে খেদ?
তুমি ভরিয়ে দিলে জলাশয়
এখন আর জাল ফেললে হয়?
তুমি করেছ স্বেচ্ছাচার
এখন তবে আগামীর আশা করো পরিহার।
তুমি মেরেছ আগামী
তুমি খুনের আসামী।
আমায় আজ খুঁজে লাভ নেই
আমি আজ সত্যি আর নেই।
তুমি ছেড়েছ মাতৃভুমি
এখন থাকবে কোথায় শুনি???
--সায়ন্তন দাশগুপ্ত
No comments:
Post a Comment