হতাম যদি জল
কারও জন্য অপেক্ষা না করে
ঘুরে আসতাম আসমুদ্রহিমাচল।।
হতাম যদি শিশির
পাতার বুকে ঘাসের মুখে
লেগে থাকতাম সুখে।।
হতাম যদি বৃষ্টি
আকাশ থেকে ঝরে
সকলের আমি করতাম ভালো
তাদের গায়ে পড়ে।।
হতাম যদি মেঘ
আকাশটাকে ছুতাম আমি
থাকত না কোনো খেদ।
কাঁদলে আমি পড়ত বৃষ্টি
হত নূতনের সৃষ্টি।।
হতাম যদি আলো
জীবনটা হত ভালো।
ঘুচিয়ে দিতাম আঁধার
দেখতে ধরার বাহার।।
হতাম যদি আগুন
দহনে আমার বাঁচত অনেক প্রাণ
জ্বালাতাম আমি আছে বেঁচে যত দোষ
থাকত বেঁচে তখন শুধু গুণ।।
হতাম যদি মাটি
হতে পারতাম খাঁটি
বুকে আগলে রাখতাম
সকল প্রাণীর বাটী।।
হতাম যদি হাওয়া
অপ-কে দেখলে করতাম তাকে ধাওয়া
সকল প্রাণীর পেতাম আমি আশিস্
বলত সকলে “আছে ও ভাগ্যিস!”
সে সব না হয়ে হলাম আমি মানুষ
আছে মান আছে আমার হুঁশ
তাই তো একটু আঘাত পেলেই
থেমে যায় ফুঁসফুঁস।।
No comments:
Post a Comment