Facebook Badge

Wednesday, June 9, 2010

kites by SDG

পর্দা সরিয়ে পড়ল চোখে জানালার ফাঁক দিয়ে

হাওয়ার আদরে লজ্জা পেয়ে মুখ ফেরাচ্ছে সে।

কেটে গেছে তার সুতো

আছে যেটুকু বেঁচে , জড়িয়ে রয়েছে গাছের গুড়িতে।

সে ছাড়াতে না পারে

সে উড়তে না পারে

শুধু দুঃখ করে মরে।

ভাবে

কেটে গিয়ে সুতো

পালিয়ে যাওয়ার পেলাম ছুতো-

তবে কেন ফের জড়িয়ে গেল সুতো?

অন্য আরেক লাটাই দেখতে পেয়ে।

ওড়াচ্ছে তাকে এখন সেই গুড়ি

একটু এগোয় একটু পিছোয় ঘুড়ি,-

কিন্তু সে যে নিজে উড়তে চায়

কাউকে চায় না দিতে ওড়ানোর দায়।

অস্থির মন এদিক ওদিক চায়

ভাবে কোনো ঘুড়ি উড়তে কি পারে যে দিকে দুচোখ চায়

খোঁজে এমন এক লাটাই যা সত্যি উড়তে দেয়।

No comments:

Post a Comment