ঘটমান বর্তমান ও ঘটমান অতীত
কোথাও রোগা কোথাও মোটা proportionate নয়
ভিন্ন স্থানে ভিন্ন রূপে ভিন্ন বেগে বয়।
ঘটমান অতীত
কল কল কল শব্দ করে বয় মোদের গাঁ দিয়ে,
পেট ফুলিয়ে ছুটতে থাকে বারিধারা পান করে।
কাপড় কাঁচা বাসন মাজা হয়গো ওতে স্নান,
মোদের আত্মা মোদের হিয়া ওই মোদের প্রাণ।
কাগজ ও কাঠের কত তরণী ভাসে বুকের ‘পরে,
সুর্যোদয়ের আগে থেকে সুর্যাস্তের পরে।
সকল ঠাকুর নেন ওর বক্ষে বিসর্জন,
ওরই জলে হয় আবার ঠাকুর আবাহন।
মোদের সকল সুখ-দুঃখের ওই ভাগীদার,
ওরই হাস্যে পড়ে চাপা শব্দ সকল কাঁদার।
দেখছে কত যাওয়া আসা , দেখছে স্রোতে ভাসা,
এত দেখেও ভোলেনি সে ঠোঁটটি টিপে হাসা।
মোদের গাঁয়ে নেই গো ওর কোনো বদনাম,
জোয়ার-ভাঁটা নির্বিশেষে ভালো থাকে গ্রাম।
মা চিরদিন না থাকলেও আছেন এই মাতৃ,
বছর বছর ধরে উনি মোদের সহযাত্রী।
বর্তমান
এখন তবে এমন শাস্তি কেন দিলেন মা ?
বিধ্বংসী কলেরাতে উজার হল গাঁ।
কোনো ভুল হয়েছে মা?
উত্তর এল –“বড়ই অবুঝ তোরা,
পবিত্র পবিত্র বলে আমায় করছিস নোংরা।”
বুঝতে না পেরে বললাম,
“কোনো ভুল হয়েছে মা ?”
তারপর আর উত্তর পেলাম না।
ভবিষ্যৎ
অনেক রাত হল আবার পরে লিখব...
No comments:
Post a Comment