Facebook Badge

Thursday, July 22, 2010

3

দু'রকম

চোখ মেললেই জনারণ্য , নই গো আমি একা

না মেললেই কোলাহল মাঝে আমি আঁধারাতে একা

চোখ মেললেই সম্মুখে হেরি কদাকার সুনামি

না মেললেই করি কানাকানি শান্ত ঢেউ ও আমি।


বাসা

তোদের বাসায় জানালা খুললে

তবে আলো-হাওয়া আসে

আমার বাসা ভালো বাসা

আলো-হাওয়ায়

ডানা দু’টি মেলে হাসতে হাসতে ভাসে।



জিগীষা

অফুরন্ত উদ্যম তার-

কাগজী তরণী চেপে

কলমের দাঁড় বাইতে বাইতে

জোয়ারের সাথে কুস্তি লড়ে

দিগন্তপানে এগিয়ে চলেছে সে।

স্বপ্নের স্রোতে মিশে থাকা

সেই কল্পনা ভরা ঊর্মি খুঁজছে সে

যার পরশে দিগন্ত ছোঁবে মন।

যাত্রা শেষে বাস্তবে এসে

মাথা থেকে তার কলমধরা হাত নামিয়ে

পাতায় পাতায় বিজয়কেতন উড়িয়ে যাবে সে।

2 comments:

  1. dnt understnd so much bengali...but m sure it must b good :D

    ReplyDelete
  2. srry for the inconvenience caused
    i'm always ready to explain it to the readers....

    ReplyDelete