
(dedicated to joint families as well as nuclear ones)
শীতকাল আর কাটছে না,
অবিরত তাই যাচ্ছে ঝড়ে পাতা
গাছটা হচ্ছে ফাঁকা ।
আগে দেখা যেত
ফুল ফুটলে ফল পাকলে –
ঝাঁকে ঝাঁকে কত
উড়ে আসছে পাখি-
বসিয়ে দিচ্ছে গানের আসর ,
ভুলতে কি পারে সে সব দৃশ্য আঁখি ?
এখন আমার বানভাসি দুই চোখে
আপছা হয়েছে সব
স্তব্ধ হয়েছে সকল কলরব
গাছটা যেন দাঁড়িয়ে থাকা শব ।
শাখাপ্রশাখারা হয়েছে নেড়া,
শিথিল হয়ে দিচ্ছে সদা
দিনান্তেরই ব্যাথাভরা ঈশারা।
নেত্রপল্লব এক করলে আজও
উঁকি মারে সেই রঙ-এ আঁকা দিনগুলো-
গাছের ছায়ায় বসলে এসে
ফিরতাম আমি নিজের দেশে।
শিশির মাখা মুক্ত ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়াতো পাতা ,
খুঁজে ফিরি আজ চতুঃদিকে হারিয়ে ফেলা সবুজ ছাতা।
মনে পড়ে যায় পাতাদের সেই মিষ্টি কলহ
হাসি-কান্না-বকা ঝকা আর স্নেহ ।
যাই হোক্ লেগে তো ছিল একই গাছের গায়ে ;
তবে কেন আজ
এতবড় গাছ
ছোটো হতে হতে ক্রমে
হচ্ছে চারা গাছ?
করুণ সুরে গাইছে বাউল বিরহের গান,
সেই সুরেতেই সুর মিলিয়ে কাঁদছে আমার প্রাণ।
মাঝে মাঝে তবু সান্ত্বনা দিই নিজেকে
বলি পাশের বাড়ির গাছটারও তো
কেবল কমছে বয়স।
আবার বুঝি উঠবে বেড়ে
ছোট্ট চারা গাছ,
এবার কিন্তু ভুলছি না আর
“H A N D L E W I T H C A R E”
No comments:
Post a Comment