Facebook Badge

Sunday, October 17, 2010

প্রতিদ্বন্দ্বী

আমি হাটছি,

বাঁ পা বলছে-

ঘাসের পেটে লাথি মারবে না।

আমি লিখছি,

বাঁ হাত চাইছে-

ওরও হাতেখড়ি হোক।

আমি শুনছি,

বাঁ কানের দাবী-

জানবে সেও সকল কানাকানি

আমি দেখছি,

বাঁ চোখ খুঁজছে-

আকাশ ও মাটির একজোট হয়ে ইউটপিয়া গড়া

No comments:

Post a Comment