এক রোল ক্যাপ,
চার দিন ধরে এন্তারসে ফেটেছে;
শেষটা ফাটল জলের কাছে এসে,
নলটা আমারই বুকে ঠেকানো,
সে কি বিকট শব্দ , প্রচুর বারুদ ছিল যে-
যদিও শুনতে পেল না ওরা।
তবে পড়ে নিল ঠিক,
ছিল যেটা মোর সর্ব অঙ্গে ছাপা -
ভিজে অক্ষর সাজিয়ে লেখা ।।শুভ বিজয়া।।
No comments:
Post a Comment