নানা হাতে ঘুরে ঘুরে বস্তা বা প্যাকেটে,
প্রতিরাতে ঘুম ভাঙে কোনো হাটে বাজারে।
জানি না আমার দর উঠবে কি পড়বে,
ডিসকাউন্ট্ অফারটা বাড়বে না কমবে,
কোন্ দাড়িপাল্লায় শেষবার বসব,
কার হাত আজ আমার ভাগ্যটা লিখবে।
ভয়ে মন আওড়ায়, -
“আজ-ই বুঝি আমাকে,
খুন করে , শব দেবে বেচে!
চোকলা , রক্ত আর আঁশ মাখা পথ ধরে,
নিষিদ্ধ পলিপ্যাকে যেতে হবে শ্মশানে!”
No comments:
Post a Comment