এই ছেলে , মন কোথায় ?
ও তো এখনো ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে ,
একটাও জামা পছন্দ হচ্ছে না , খালি ঠেলা খাওয়া।
ও তো এখনো দাঁড়িয়ে আছে প্যান্ডেলের ভিড়ে ,
হাতে ক্যামেরা , সামনে সবান্ধবে মা ।
ও তো এখনো নাচছে প্রদীপের বুকে কিম্বা টুনির কাচের ঘরে ,
সে নাচ সহজে থামবার না।
ও তো এখনো লেগে আছে রকেটের শলতেতে ,
আগুনের সাথে পালিয়ে যাবে যে দিকে দু’চোখ চায়।
ও তো এখনো বসে আছে ভাইফোঁটার আসনে কপাল বাড়িয়ে ,
দিদিরা এসে লক্ করে যাবে যমকে একটা ঘরে ।
আসল কথা , ও জানেই না যে পুজোর ছুটি শেষ ,
আর কোনো দেরী চলবে না , ফিরতে হবে দেশ ।
ও তো আবার অপ্টিমিস্ট , না !
জানাতে গেলেই হেসে বলবে – “কিছুই হয়না শেষ”।
No comments:
Post a Comment